[english_date] | [bangla_day]

লোহাগাড়ায় বালুমহলে উত্তোলিত বালু ও ডাম্প ট্রাক জব্দ

লোহাগাড়া প্রতিনিধি : লোহাগাড়ায় অবৈধ বালু মহলে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অবৈধভাবে উত্তোলিত বিপুল পরিমাণ বালু ও ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়।

শুক্রবার ( ৯ জুলাই) বিকেলে অভিযান পরিচালান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খোরশেদ আলম চৌধুরী।

YouTube player

নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশদ আলম চৌধুরী জানান, উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের পানত্রিশা, সরাইয়া, ফারাঙ্গায় ডলু ও চারখালহ মোট ৮টি স্পট থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি মহল ।

খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। তবে অভিযানের খবর পেয়ে ঘটনার সঙ্গে জড়িতরা আগেই পালিয়ে যায়। এসময় উত্তোলিত বিপুল পরিমাণ বালু ও ২টি ডাম্প ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত বালু সার্ভেয়ারের মাধ্যমে পরিমাপ করে নিলামে বিক্রি করা হবে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়