[english_date] | [bangla_day]

নিষেধাজ্ঞা মান্য করা অনন্য দেশপ্রেম: মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মা ইলিশ রক্ষা ও ঝাটকা নিধন বন্ধে সাগরে যে নিষেধাজ্ঞা রয়েছে এতে জেলেরা সংক্ষুদ্ধ। তাদের জীবনের চাকা সাময়িক থেমে গেলে সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এবং আপদকালীন সময়ে ত্রাণ দিচ্ছে। যদিও তা অপ্রতুল। তবে বাস্তবতা হচ্ছে, কয়েক বছর ধরে একটি নির্দ্দিষ্ট সময়ে ইলিশ পোনা ও রেনু প্রজননের স্বার্থে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় জাতি এর সুফল পাচ্ছে এবং ভরা মৌসুমে ইলিশ আহরণের মাত্রা ও পরিধি রেকর্ড পরিমান বৃদ্ধি পেয়েছে।

সোমবার ০৫ জুলাই সকালে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়র্ডের সাগর সংলগ্ন রানি রাসমনি ঘাট ও ও জেলে পাড়ায় মৎস্যজীবীদের খোঁজ খবর নিতে গিয়ে একথা বলেন।

YouTube player

তিনি আরো বলেন, সরকারি নিষেধাজ্ঞা পালন করতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে। করোনাকালে এই কষ্ট আরো বেশি। তাই আমাদের অনুরোধ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করবেন না। সাময়িক কষ্ট হলেও মা মাছ ও ঝাটকা নিধন করবেন না। এটাই হবে আপনাদের মহান ত্যাগ এবং অনন্য দেশপ্রেম। এতে আপনারাই লাভবান হবেন। এ জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সাধ্যমত আপনাদের পাশে থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল,সমাজ সেবক মো. নুরুজ্জামান, জেলে সম্প্রদায়ের মিন্টু জলদাস, সুমন জলদাস, কৈবল্য জলদাশ প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়