[english_date] | [bangla_day]

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৫২

Info Chittagong

চিটাগাং মেইল :  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬২টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৫৫২ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৯ হাজার ৩১৬ জন। এইদিন করোনায় মারা গেছেন ৫ জন।

বৃহস্পতিবার (১ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ১০টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয় ৮৭ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৯৫টি নমুনা পরীক্ষা করে ৬৫ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫০৩টি নমুনা পরীক্ষা করে ১৪০ জনের করোনাভাইরাস পাওয়া গেছে।

 

YouTube player

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব ১৪৩টি নমুনা পরীক্ষা করে ৫৫ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৯টি নমুনা পরীক্ষা করে ১১ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৩৫টি নমুনা পরীক্ষা করে ১৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাব ৩২টি নমুনা পরীক্ষা করে ১৫ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষা করে ৪২ জনের শরীরের করোনা পজেটিভ পাওয়া গেছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এন্টিজেন টেস্টে ১০৯টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরের ৩৯৬ জন এবং উপজেলার ১৫৬ জন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়