[english_date] | [bangla_day]

যাত্রা শুরু করলো কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের একঝাঁক পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে “কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন”।

শতভাগ পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে রবিবার ২৭ জুন বিকেলে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে জেলার কর্মরত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট “কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন” গঠন করা হয়েছে।

YouTube player

এতে উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতি ক্রমে স্যাটেলাইট টিভি চ্যানেল দীপ্ত টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হারুনর রশিদকে সভাপতি এবং দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশন(বিটিভি), বাংলাদেশ বেতারের সঙ্গীতশিল্পী মোহাম্মদ সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

এর আগে “কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন” গঠনকল্পে ২৬ জুন এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দৈনিক মেহেদী পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক স ম ইকবাল বাহার এর সভাপতিত্বে ও কক্সবাজারের প্রথম সারির পত্রিকা দৈনিক আপন কন্ঠের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সেলিম এর সঞ্চালনায় “কক্সবাজার জার্নালিস্ট এসোসিয়েশন” এর কমিটি গঠন নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়