চকরিয়া প্রতিনিধি: চকরিয়ায় বাড়ির পুকুরের পানিতে ডুবে আনাস মোহাম্মদ ৪ বছর নামে এক শিশু মারা গেছে। উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের গান্ধীপাড়া ২৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটলে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে দুপুর ১ঘটিকায় দিকে শিশুটি মারা যায়। নিহত শিশু ওই এলাকার মাওলানা বেলাল উদ্দিনের পুত্র। তাহার দুই ছেলে-মেয়ের মধ্যে আনাস বড়।

ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম জিকু ও স্থানীয় বাসিন্দা শফিউল আলম জানিয়েছেন, পরিবারের সদস্যদের অজান্তে সকাল সাড়ে ১১টার দিকে পুকুরে নামে ৪বছর বয়সী শিশু আনাস মোহাম্মদ। মা-বাবা ও পরিবারের সদস্যরা তাকে বাড়িতে খোজে না পেয়ে হঠাৎ দেখতে পান বাড়ির পুকুরের পানিতে ডুবে আছে।
তাৎক্ষনিকভাবে শিশু আনাসকে পুকুর থেকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ম্যাক্স হাসপাতাল ও মা-শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১ঘটিকায় তাকে মৃত ঘোষণা করেন। শিশু আনাস মোহাম্মদ স্থানীয় গান্ধিপাড়া রহমানিয়া মাদরাসায় শিশু শ্রেণি ছাত্র এবং তার বাবা মাওলানা বেলাল উদ্দিন চট্টগ্রামে একটি মাদরাসায় চাকুরি করেন।