আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গাছের মালিকানা নিয়ে সংঘর্ষে রতন দাশ (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ জুন) আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন দাশ খিলপাড়া গ্রামের মৃত নির্মল দাশের পুত্র।

স্থানীয়রা জানান, বাড়ির প্রবেশমুখে দুটি গাছের মালিকানা নিয়ে রতন দাশের সঙ্গে প্রতিবেশী টিটু ভৌমিক (৫২) ও মিন্টু ভৌমিকের (৪০) মধ্যে বিরোধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। মিন্টু ও তার পরিবারের লোকজন গাছ কাটতে গেলে রতন দাশ বাধা দেন। তর্কাতর্কি থেকে সংঘর্ষ শুরু হলে একপর্যায়ে কোপানো হয় রতনকে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, গাছের মালিকানা নিয়ে তর্কাতর্কির জের ধরে রতন দাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।