চিটাগাং মেইল ডেস্ক: নারী সহকর্মীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে এক চিকিৎসকের বিরুদ্ধে। একটি বেসরকারি হাসপাতালের ঘটনা। হাসপাতালের একটি কেবিনে ওই নারী সহকর্মীকে ধর্ষণ করে চিকিৎসক। এ ঘটনায় বৃহস্পতিবার অভিযুক্ত চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের আসামের ডিব্রুগড় জেলায়।

জানা গেছে, ডিব্রুগড় থানার অধীনে বরবরি ফাঁড়িতে অভিযোগ করেন ওই নারী। বুধবার রাতে তাকে ধর্ষণ করা হয় বলে জানিয়েছেন। পরে তার অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩২৮ ধারায় মামলা করেছে পুলিশ।
ডিব্রুগড় জেলার পুলিশ সুপার শ্বেতাঙ্ক মিশ্র জানিয়েছেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারী নগর হাভেলির বাসিন্দা।
সূত্র : আনন্দবাজার