[english_date] | [bangla_day]

‘মিটিং এর নামে পরিচালক হুইস্কি খেতে ডাকে’

বিনোদন ডেস্ক: ক’দিন আগেই আলোচনায় এসেছিলেন অভিনেতা সিদ্দিকের সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম। মা হতে যাচ্ছেন মারিয়া মিম? এমন প্রশ্নে জেরবার হয়েছেন মডেল মিম। বেশ কিছুদিন হলো অভিনেতা সিদ্দিকের সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদ ঘটেছে। সন্তানকে নিয়ে ঢাকায় একাই থাকছেন।

অন্তত শোবিজ এমনটাই জানে মারিয়া মিমের সম্পর্কে। এরইমধ্যে মা হতে যাচ্ছেন এমন প্রশ্ন আসলো কিভাবে? সোশ্যাল হ্যান্ডেলে নিজের একটি বেবি বাম্প ছবি পোস্ট করেছেন এই মডেল। এরপরে প্রশ্ন শুরু হয়ে যায়। সেটা বিজ্ঞাপনের সে রহস্য খোলসা হয়েছে। এবার নতুন করে আলোচনায় এলেন মিম।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছেন দেশীয় শোবিজে নতুন করে ব্যস্ত হতে শুরু করা মারিয়া মিম। বিচ্ছেদের পর নিজের ক্যারিয়ার প্রস্তুত করতে উঠেপড়ে লেগেছেন। প্রস্তুত করছেন নিজেকে। এরইমধ্যে বেশকিছু পণ্যের মডেল হয়েছেন। নতুন একটি চলচ্চিত্রেও নিজের নাম লিখিয়েছেন। এরই এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তুললেন।

মিমের অভিযোগ একজন পরিচালক তাকে মিটিং এর নামে হুইস্কি খেতে ডাকেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে এমন অভিযোগ তুলে সমাধানও দিয়েছেন তিনি। ওই পরিচালককে উদ্দেশ্য করে বলেছেন, ‘তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে?’

YouTube player

ঘটনা সবিস্তারে লিখেছেন মারিয়া মিম। নিজের হ্যান্ডেলে লিখেছেন, ‘আমার লাইফে সেরা একটা ইডিয়ট ডিরেক্টর দুই চারটা কাজ করে নিজেকে সেই লেভেল এর ডিরেক্টর ভাবে, মিটিং এর নামে বলে হুইস্কি খাবা? উনার নাকি চরিত্রই এমন সবার সাথে প্রেম করে বেড়ায়। যাহোক ভাই, তোর যদি কোনো মেয়ে পছন্দ হয় সরাসরি অফার করবি, এতো (!) করার কী আছে? তুই কি সবাইকে ছোটলোক শিল্পী মনে করিস নাকি? ৩-৪ লাখ টাকার প্রোজেক্ট করে খুব (!) ফালায় দিবি। তোদের মতো নর্দমা মিডিয়ায় কেন? মেয়েগুলো কেন তোদের বয়কট করে না?’

পরে আরেক পোস্টে এই উঠতি মডেল লিখেছেন, এখানে সবসময় রাজনীতির শিকার হতে হয় যতই তোমার ট্যালেন্ট থাকুক না কেন? প্রেমিকা বানাতে চাইবে সবসময়।

২০১২ সালের ২৪ মে মারিয়া মিম ও সিদ্দিকের বিয়ে সম্পন্ন হয়। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন। ২০১৯ সালে তারা আলাদা হয়ে যান। মিম বলেন, ‘এখন আমার একমাত্র চিন্তা মডেলিং ও অভিনয় ক্যারিয়ার নিয়ে। আমি বেশ কয়েকবছর দেশে থাকবো। এই সময়টাতেই বেশকিছু কাজ করার ইচ্ছে রয়েছে। সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে কাজ করার ইচ্ছে আছে। শিগগির আমার গুলশানের চামেলি ছবির কাজ শুরু হবে।’

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়