[english_date] | [bangla_day]

কাঞ্চন বিতর্কে মুখ খুললেন শ্রীলেখা

বিনোদন ডেস্ক: কাঞ্চন মল্লিক ও পিঙ্কির দাম্পত্য জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছু দিন ধরেই। অভিনেতা ও সাংসদের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনেছেন তার স্ত্রী। এমনকি এই ঘটনা থানা পর্যন্ত গড়িয়েছে।

অন্যদিকে, স্ত্রীর বিরুদ্ধেও পুলিশের দ্বারস্থ হয়েছেন কাঞ্চন। উভয়ের দাম্পত্য সম্পর্কে মতবিরোধ এখন প্রকাশ্যে চলে এসেছে। জানা যায়, শ্রীময়ী চট্টরাজের সঙ্গে প্রেম করছেন অভিনেতা।

YouTube player

এবার কাঞ্চন-পিঙ্কির বিষয় মুখ খুললেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি বলেন, ‘পিঙ্কি খুব সাধারণ ও ভালো মেয়ে’। কাঞ্চনের সঙ্গে কাজ না করায়, তাকে নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

শ্রীলেখা আরও বলেন, ‘কে কার সঙ্গে প্রেম করবেন তা নিয়ে কিছু বলতে চাই না। তবে অসততা মিথ্যাচার নিয়ে আপত্তি আছে। স্ত্রীকে ভালো লাগছে না কিংবা অন্য কাউকে ভালো লাগছে তা যার যার ব্যক্তিগত পছন্দ। তবে সন্তানের সামনে কাদা ছোঁড়াছুড়ি উচিত নয়।’

উল্লেখ্য, পিঙ্কি অভিযোগ করে বলেন, ‘কাঞ্চন আমাদের সন্তানের খোঁজখবর পর্যন্ত নেন না।’ এছাড়াও এই অভিনেত্রী জানান, চেতলার কাছে রাস্তায় গাড়ি থামিয়ে তার ওপর হামলা করেন কাঞ্চন ও শ্রীময়ী। সেই সময় সঙ্গে ছিল তাদের আট বছরের পুত্র সন্তান। তার সামনেই দুপক্ষের তর্ক চলে বলে জানা যায়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়