খেলা ডেস্ক: বিশ্বকাপ আরচারিতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার প্যারিসে অনুষ্ঠিত ১-১২ খেলায় বাংলাদেশের রোমান সানা, রামকৃষ্ণ সাহা ও হাকিম আহমেদ রুবেল ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে তুরস্ককে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে ওঠেন। কোয়ার্টার ফাইনালের খেলা শুক্রবার অনুষ্ঠিত হবে।

নারী দলগতে ১-১২ এর খেলায় বাংলাদেশ ৬-০ সেট পয়েন্টে স্লোভেনিয়াকে হারিয়ে প্রি-কোয়ার্টারে উঠে। এই ইভেন্টের খেলাও শুক্রবার অনুষ্ঠিত হবে। এদিকে রিকার্ভ পুরুষ এককের ইলিমিনেশন রাউন্ডের খেলায় রোমান সানা ব্রাজিলের অলিভিরা বার্নার্ডোর কাছে হেরে যান।