[english_date] | [bangla_day]

আনোয়ারায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আনোয়ারা প্রতিনিধি: নানা কর্মসূচি ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে চট্টগ্রামের আনোয়ারায় দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এবং মুক্তিযুদ্ধে নেতুত্বদানকারী দল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে এ কর্মসূচির আয়োজন করে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ।

YouTube player

এ উপলক্ষে উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালেক, সহ সভাপতি জাফর উদ্দিন আহমদ চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল,যুগ্ম সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন,মহিলা বিষয়ক সম্পাদক পারভিন হাবিব,আনোয়ারা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি উৎপল সেন,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এম নজরুল ইসলাম,উপজেলা মহিলা আওয়ামী লীগের সংগঠক সাজিয়া সুলতানা ও উপজেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শামীম প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক,উপজেলা মহিলা আওয়ামী লীগ,যুবলীগ,শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়