নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের তৎকালীন এমএনএ, আওয়ামী লীগের দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক আবু ছালেহের সঙ্গে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীল মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

বুধবার ২৩ জুন বিকেলে মোমিন রোডে প্রবীণ এ রাজনীতিকের বাসভবনে যান সিটি মেয়র।
তিনি অসুস্থ নেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং সুস্থতার জন্য দোয়া করেন।
এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহম্মদ আবু তৈয়ব, লেখক ড. মাসুম চৌধুরী ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী মেয়রের সঙ্গে ছিলেন।