জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন এবং প্রয়াত বীর প্রতীক তারামন বিবির স্মরণে ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘বীর প্রতীক তারামন বিবি ক্রিকেট টুর্নামেন্ট’–এর উদ্বোধন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান, যুবলীগ সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।