কাপাসগোলা সঃ প্রাঃ বালক বিদ্যালয়ের মূল ফটক ময়লার ভাগাড়, মানছেনা চসিক’র নির্দেশনা
এস এম ওয়াহেদ রনিঃ চট্টগ্রাম শহরের প্রানকেন্দ্রে অবস্থিত কাপাসগোলা সরকারী প্রাথমিক বালক বিদ্যালয়টি। এই রাস্তা দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষের যাতায়াত। কিন্তু মহামারী করোনা (কোভিড-১৯) পরিস্থিতির কারনে এক বছরেরও অধিক সময় স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে স্কুলটির মূল ফটককে ময়লার ভাগাড়ে পরিনত করেছে কিছু অসচেতন লোক। যার ফলে রাস্তার পাশ দিয়ে মানুষের হাঁটাচলায় বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। প্রচন্ড দুর্গন্ধের কারনে আশেপাশের বাসার লোকজন অসুস্থ হয়ে পড়ছে। অথচ ফটকের পাশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাইনবোর্ডে লিখা আছে “ময়লা আবর্জনা ফেলা নিষেধ”। কিন্তু কেউ মানছেনা চসিকের এই নির্দেশনা।
কয়েকজন পথচারীর ও স্থানীয় কিছু লোকজনের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরে একটু একটু করে ময়লা ফেলার কারনে ধীরে ধীরে স্কুলের এই ফটকটি ময়লার ভাগাড়ে পরিনত হয়েছে। যার কারনে নষ্ট হচ্ছে অতি সুপরিচিত এই স্কুলের সৌন্দর্য। উনারা এই ময়লার ভাগাড় স্থানান্তর করতে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।