[english_date] | [bangla_day]

নগরীতে তরুণী আটকে রেখে পতিতাবৃত্তি দায়ে আটক ৬

চিটাগাং মেইল:  নগরীর পতেঙ্গা ও ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে আটকে রেখে পতিতাবৃত্তি করানোর দায়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব-৭।

তারা হলেন- মো. বাবুল (৫০), মো. নয়ন (৩২), মো. শহীদ (২২), আব্দুল হালিম (৪০), মালা বেগম (৪০) ও সালমা বেগম (২৫)।

শুক্রবার (১৮ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. নুরুল আবছার।

তিনি জানান, সংঘবদ্ধ প্রতারকচক্র দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব, অসহায়, এতিম নারী ও শিশুদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে এনে ভাড়া বাসায় আটক করে পতিতাবৃত্তি করাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে বেলা ২টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৪ জন নারী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, আসামিরা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায়-এতিম নারী ও শিশুদের চট্টগ্রাম নগরে এনে পতিতাবৃত্তিতে বাধ্য করত। পরস্পর যোগসাজশে অর্থের বিনিময়ে তাদের একজন আরেকজনের কাছে বিক্রি করে দিতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়