চিটাগাং মেইল: চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৬০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪৬৬ জন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, নগরীর আটটি ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গতকাল রবিবার চট্টগ্রামের ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন শনাক্ত ৬০ জনের মধ্যে শহরের বাসিন্দা ৩৫ জন এবং সাত উপজেলার ২৫ জন।
জেলায় এ পর্যন্ত মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা ৫৪ হাজার ৯২ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৪২ হাজার ৯৪৯ জন ও গ্রামের ১১ হাজার ১৪৪ জন গতকাল দুই জনের মৃত্যুর মধ্য দিয়ে এ মাসের প্রথম ছয়দিনে ৭ করোনা রোগী মারা যান।