[english_date] | [bangla_day]

বোয়ালখালীতে চলছে ভূমি সেবা সপ্তাহ

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহ উদযাপন চলমানের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অরুন বড়ুয়া ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অরুণ বড়ুয়া ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম আরো জানান, ভূমি সেবা সপ্তাহ ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত এই সেবা চলমান থাকবে।

কি ধরনের সেবা পাবে জনগণ? এমন প্রশ্নের উত্তরে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ভূমি সংক্রান্ত যে কোন সমস্যায় সংশ্লিষ্ট ভূমি অফিসে যোগাযোগ করুন। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য প্রয়োজনীয় কাগজপএ যেমনঃ খতিয়ান, দাখিলা,জাতীয় পরিচয়পএ ও মোবাইল নাম্বারসহ – সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিস, লালার হাটে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

YouTube player

উপজেলা ভূমি অফিস, বোয়ালখালী একটা দালালমুক্ত অফিস। ভূমি মালিকপক্ষের মৃত্যুর কারনে উত্তরাধিকীদের নাম, সরকারি রেকর্ডে রেকর্ড ভুক্ত করতে হয়।জমিবিক্রি, দান, হেবা, ওয়াকফ, অধিগ্রহণ, নিলাম, ক্রয়, বন্দোবস্ত ইত্যাদি সূত্রে হস্তান্তর হলে। নতুন ভুমি মালিকপক্ষের নামে রেকর্ড ভুক্ত করতে হয়।

দেওয়ানি বা সিভিল কোর্টের রায়,বা ডিক্রিমূলে মালিকানা লাভ করলে সে রায় মোতাবেক নামজারীর আবেদন করা যায়। অরুণ বড়ুয়া ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সকল কর্মচারীরা জানান, আমরা ভূমি সপ্তাহ সেবার মাধ্যমে জনগণকে সেবা দিতে পেরে খুবই আনন্দিত।

পাশাপাশি ধন্যবাদ জানাই সহকারী কমিশনার ( ভূমি) তাহমিনা আক্তার কে, যার পরিশ্রম ও আন্তরিক সহযোগিতার জন্যে এবং দৃঢ়তার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা কে অত্যন্ত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, যার নেতৃত্বে আজ বাংলাদেশ সারাবিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত পেয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়