মো: আরিফুল ইসলাম: পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ প্রকল্প কর্মসূচির আওতায় করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় দুঃস্থ, দরিদ্র, কর্মহীন লোকদের মাঝে খাদ্যপন্য বিতরণ করা হয়েছে।
লামা উপজেলার ৩৬০০ কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজিজ নগর ও ফাইতং ইউনিয়নের ৭২০ জন পরিবারের মাঝে খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে বাস্তবায়ন এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর সার্বিক সহযোগিতায় শনিবার ১ মে দুপুরে আজিজ নগর ইউনিয়ন পরিষদ ও ফাইতং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।
বিতরণ করা প্রতি প্যকেটে ছিলো চাল, ডাল, সয়াবিন তেল সহ ১২ কেজি ওজনের খাদ্যপণ্য।

খাদ্যপন্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা জামাল। বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ফাতেমা পারুল।
এসময় আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহবুবুর রহমান, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বার্থোয়াই চিং মারমা, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, আজিজ নগর ইউনিয়ন পরিষদের জনবান্ধব চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন কোং, ফাইতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন কোং, ফাইতং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এ প্রসঙ্গে বান্দরবান জেলা পরিষদের সদস্য ও নারীনেত্রী ফাতেমা পারুল বলেন, দেশে দ্বিতীয় দফা করোনায় দিন দিন আক্রান্ত ও মৃত্যুের মিছিল বাড়ছে। করোনার সংক্রমণ মোকাবিলায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া গ্রামের দিনমজুর, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এম.পি. নৈতিক দায়িত্ব মনে করেছেন। তাই পবিত্র এ রমজানে দ্বিতীয় দফায় লামা উপজেলায় ৩৬০০ কর্মহীন হতদরিদ্র পরিবারে উপহার সামগ্রী বিতরণের অংশ হিসেবে আজিজ নগর ইউনিয়ন ও ফাইতং ইউনিয়নের ৭২০জন পরিবারের মাঝে খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।