[english_date] | [bangla_day]

বাবুনগরীর বিরুদ্ধে হাটহাজারীতে দুই মামলা

চিটাগাং মেইল ডেস্ক:  চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ হেফাজত নেতাদের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ২৬ এপ্রিল মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। গত বৃহস্পতিবার মামলা দুটি দায়ের হলেও জানা গেছে আজ সোমবার।

চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা মামলা দুটিতে বাবুনগরী ছাড়াও হেফাজতের কয়েকজন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও প্রায় তিন হাজার জনকে আসামি করা হয়েছে।

হাটহাজারী থানা সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চের সহিংসতার ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা দুটি করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) কনস্টেবল মো. সোলায়মানের দায়ের করা মামলায় হেফাজতের আহ্বায়ক কমিটির আমির জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা নাছির উদ্দিন, মীর ইদ্রিস, আহসান উল্লাহসহ ১৬ জনের নাম উল্লেখ করা হয়। এ মামলায় অজ্ঞাত হিসেবে আসামি করা হয়েছে ২০০ জনকে।

আরেক মামলায় জুনায়েদ বাবুনগরী, হেফাজত নেতা জাকারিয়া নোমানসহ ৭৪ জনের নাম উল্লেখ করা হয়। সেখানে অজ্ঞাতপরিচয় আসামি রাখা হয় ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ব্যক্তিকে। হাটহাজারী থানার পরিদর্শক আমির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গত ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের সফরকে কেন্দ্র করে ঢাকায় হেফাজতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এছাড়াও আরও কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৩১ মার্চ হাটহাজারী থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছিল।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়