[english_date] | [bangla_day]

নগরীর অসহায় ভাসমানদের মাঝে সেহরির খাবার তুলে দিলেন সিটি মেয়র রেজাউল

চিটাগাং মেইল ডেস্ক: নগরীর ভাসমান অসহায় মানুষের মাঝে রান্না করা সেহরির খাবার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.রেজাউল করিম চৌধুরী।

২২ এপ্রিল বৃহস্পতিবার গভীর রাতে তিনি রান্না করা সেহরির খাবারের প্যাকেট নিয়ে নগরীর রাস্তায় নেমে পড়েন এবং ভাসমান অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন।

পবিত্র রমজান মাসের ফজিলত এর অছিলায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে সবকিছু এ প্রত্যাশা ব্যক্ত করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, কোভিড-১৯ এর সংক্রমণ এর কঠিন এক পরিস্থিতির মুখোমুখি আজ গোটা দুনিয়া। বাংলাদেশেও এর ক্রমবর্ধমান সংক্রমণ এর ফলে জনস্বাস্থ্য সংরক্ষণ ও জানমালের নিরাপত্তা বিবেচনায় সারাদেশে লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছে সরকার।

অন্যান্য কিছুর মত হোটেল রেস্তোরাঁগুলোও বন্ধ থাকায় চাল চুলোহীন ভাসমান মানুষেরা চরম অসহায় হয়ে পড়ছে। তারা যাতে পেটভরে সেহরি খেয়ে রোজা রেখে আল্লাহর রাস্তায় ছাওয়াফ অর্জন করতে পারে সে জন্য তাদের পাশে থাকা উচিত। এব্যাপারে আমি সামর্থ্যবান সকলের প্রতি সংবেদনশীল দৃষ্টি কামনা করি।

খাবার বিতরণকালে মেয়রের সাথে সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠেনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়