[english_date] | [bangla_day]

এবারের ঈদ ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার ৭ সিনেমার

বিনোদন ডেস্ক: রোজার ঈদ উপলক্ষে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। যেখানে থাকছে ৭টি নতুন সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। যেগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে।

ঈদের দিন থাকছে ‘আহত ফুলের গল্প’। অন্ত আজাদ নির্মিত এতে অভিনয় করেছেন তাহিয়া তাজিন খান, সুজন মাহবুব, আলী আহসান, জয়া রায়, অনন্যা হক, ইকতারুল ইসলাম, শান্ত কুণ্ড, শহিদুল ইসলাম তৌহিদুল আলম, গাজী রাকায়েত প্রমুখ।

ঈদের ২য় দিন দেখানো হবে ‘তুমি আছো তুমি নাই’। দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় এই সিনেমায় অভিনয় করেছেন দীঘি, আসিফ ইমরোজ, শবনম পারভীন, সুব্রত প্রমুখ।

‘উনপঞ্চাশ বাতাস’ দেখানো হবে ঈদের ৩য় দিন । এই সিনেমায় অভিনয় করেছেন শার্লিন ফারজানা, ইমতিয়াজ বর্ষণ, ইলোরা গহর, মানস বন্দোপাধ্যায়, ইনামুল হক, ফারিয়া শামস সেওতি প্রমুখ। এটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জল।

৪র্থ দিন প্রচার হবে ‘আলাত চক্র’। পরিচালনায় হাবিবুর রহমান। সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল, আবুল কালাম আজাদ, নুসরাত জাহান প্রমুখ।

‘কাঠবিড়ালি’ সিনেমাটি প্রচারিত হবে ঈদে পঞ্চম দিন। এটি পরিচালনা করেছেন নিয়ামুল মুক্তা। অভিনয় করেছেন অর্চিতা স্পশিয়া, আসাদুজ্জামান আবীর, সাইদ জামান শাওন, শিল্পী সরকার অপু, এ কে আজাদ সেতু, হিন্দোল রায়, শাহরিয়ার ফেরদৌস সজীব, তানজিনা রহমান তাসনিম প্রমুখ।

বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির সিনেমা ‘প্রিয় কমলা’। এটি প্রচারিত হবে ঈদে ৬ষ্ঠ দিন। নির্মাণ করেছেন শাহরিয়ার নাজিম জয়।

ঈদের ৭ম দিন ‘শাটল ট্রেন’ দেখানো হবে। প্রদীপ ঘোষ নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন ইমরান হোসেন ইমু, ইন্দ্রানী ঘটক, সাদিয়া আফরো শান্তা প্রমুখ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়