[english_date] | [bangla_day]

চট্টগ্রামে দেয়াল চাপায় পথচারীর মৃত্যু

চিটাগাং মেইল: চট্টগ্রামের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার মাজার গেইটে দেয়াল চাপায় মো. নুরুল ইসলাম (৪৫) নামের এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার (১২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন। মো. নুরুল ইসলাম (৪৫) চট্টগ্রামের খুলশী থানার মতিঝর্ণা মাছ বাজার এলাকায় বসবাস করতেন। তিনি রঙমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুরুতর আহত অবস্থায় নুরুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার শেখ মুজিব রোডে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের জন্য রাস্তা প্রশস্তের কাজ করছে সিডিএ। এ জন্য ফকির মৌলবি শাহ মাজারের গেট এলাকায় মালামাল সরিয়ে একটি দোকান ভাঙার কাজ চলছিল। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেয়াল ভেঙে এতে চাপা পড়েন নুরুল ইসলাম।

এতে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়