[english_date] | [bangla_day]

বিয়ে নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক: শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানকে বিয়ে করছেন তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি। ক’দিন ধরে গুজব রটেছে, এরপরেই বিয়ের বিষয় নিয়ে মুখ খুলেছেন পপি। তিনি বলেন, বিয়েটা কে দিল? জায়েদ খানের সঙ্গেই–বা কেন! আমি জোর গলায় বলছি, এসব ফালতু ও ভিত্তিহীন সংবাদ; আমি এখন পর্যন্ত অবিবাহিত।

তিনি আরও বলেন, ‘আসলে প্রথমদিকে আমরা একটা পরিবার হয়েছিলাম। সেখানে জায়েদ খানকে আমরা সাথে রাখছিলাম। কারণ সে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিল। আর এ কারণে আমরা তার সাথে ছিলাম। আমি জায়েদ খানকে সাপোর্ট করেছিলাম। তাই বলে এই নয় যে তার সঙ্গে আমার প্রেম বা বিয়ে করতে হবে।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর বাড়িতেই কেটেছে তার আইসোলেশন পর্ব। বর্তমানে সুস্থ হয়েছেন তিনি। আগামী সপ্তাহে করোনা রেজাল্ট পাওয়ার পর ঢাকায় ফিরবেন বলে জানান এই চিত্রনায়িকা।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়