মুহাম্মদ রুশনী মোবারক
-পটিয়া প্রতিনিধি :
বৈশ্বিক মহামারী করোনাকে জয় করে কর্মস্থলে ফিরেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন চৌধুরী।
গত ৭ মার্চ পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পরপরই করোনায় আক্রান্ত হন সম্মুখসারির এই করোনা যোদ্ধা।
তিনি বলেন পটিয়া ভূমি অফিসে সেবা গ্রহীতাদের বিভিন্ন পরিষেবার বর্ণনা ও পরিকল্পনা তুলে ধরেন।
তিনি আরো বলেন, মানুষ যাতে সহজে দালাল মুক্ত পরিবেশে সেবা পায় সেজন্য নানামুখী পদক্ষেপ ও পরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি ভূমি অফিসের সেবা গ্রহীতাদের অফিসের অভ্যন্তরে এবং আশে-পাশে ঘুরাফিরা করা বহিরাগত দালাল ও ফড়িয়াদের থেকে দূরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, কেউ সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা দিয়ে প্রতারিত হলে সে দায়িত্ব তার।
তিনি সরাসরি অফিস স্টাফদের কাছ থেকে সেবা নেয়ার আহবান জানান। কোন অভিযোগ থাকলে তা নিঃসংকোচে তাঁকে জানানোর অনুরোধ করেন।
ভেজাল দ্রব্য বিক্রি, ওজনে কম দেয়া, মাটির টপ সয়েল কাটার বিরুদ্ধে কোন তথ্য থাকলে তাঁকে জানানোর জন্য পটিয়াবাসীকে অনুরোধ করেন।
বৈশ্বিক করোনা মহামারী থেকে সুরক্ষার জন্য পটিয়াবাসীকে মাস্ক পরে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের আহবান জানান।
তিনি বলেন গোটা জাতি এক কঠিন সময় পার করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই দূর্যোগ কাটিয়ে উঠা সম্ভব। তিনি পটিয়াবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরস্পরকে উৎসাহিত ও উদ্বুদ্ধ করার আহবান জানান।
ব্যক্তিগত জীবনে এক সন্তানের জননী এসিল্যান্ড নিলুফা ইয়াসমিন চৌধুরী ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নরসিংদীর সন্তান নিলুফা ইয়াসমিন চৌধুরী।
মৌলভীবাজার জেলা প্রশাসনে দক্ষতার সাথে কর্মজীবন শুরু করেন ম্যাজিস্ট্যাট নিলুফা ইয়াসমিন। এর আগে গত বছরের মার্চে চট্টগ্রাম জেলার লোহাগড়া উপজেলার এসিল্যান্ড হিসেবে যোগদানের পরপরই দেশে কোভিড-১৯ ভাইরাস সনাক্ত হয়। দেশজুড়ে চলে লকডাউন। এমতাবস্থায় ভূমি অফিসের রুটিন ওয়ার্কের বাইরে সরকারের করোনা প্রতিরোধ, জনসচেতনা সৃষ্টি এবং ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কাজে নিরলস ভাবে জড়িয়ে যান প্রশাসন ক্যাডারের ৩৫ তম ব্যাচের এই নারী কর্মকর্তা।
বাসায় দুগ্ধ পোষ্য শিশু সন্তানকে ঝুঁকিতে রেখে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করায় সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে সর্বমহলে প্রশংসিত হন কঠোর পরিশ্রমী ও ত্যাগী কর্মকর্তা।