[english_date] | [bangla_day]

পটিয়ায় মাদকসহ আটক ২

পটিয়া সংবাদদাতা –
পটিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭।

আটকরা হলেন- পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের আব্দুস সালামের ছেলে মো. বেলাল (৩২), পটিয়া উপজেলার আশিয়ার মৃত হারুনুর রশিদের ছেলে মো. নজরুল ইসলাম (২৮)।

র‌্যাব- ৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নুরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু ব্যক্তি পটিয়া ‍উপজেলার ইয়াকুবদণ্ডী থেকে চট্টগ্রাম নগরীর দিকে আসছে। বুধপুরা বাজারের কর্ত্তালায় একটি সিএনজির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামার সংকেত দেয়। র‌্যাবের উপস্থিতি দেখে পালানোর সময় ড্রাইভারসহ দুজনকে আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৭ হজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের সাথে থাকা সিএনজিটিও জব্দ করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়