[english_date] | [bangla_day]

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে নগরীতে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চিটাগাং মেইল : একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক-মৌলবাদী-ধর্মান্ধ গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে এবং জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমু র সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর এর সঞ্চালনায় দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পুরাতন রেলওয়ে ষ্টেশন গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, কুষ্টিয়ায় রাতের অন্ধকারে যারা দুস্কর্ম ঘটিয়েছে, তারা চিহ্নিত অপশক্তি এবং ৭১ এর পরাজিত সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী।তাদের সাম্প্রতিক কর্মকান্ড সীমা লঙ্গন করেছে। বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এটি সরাসরি দেশের অস্বিত্বে আঘাত।অপরাধীদের গ্রেফতার এবং শাস্তি ই শুধু নই, এদের সমূলে উৎপাটন করতেই হবে।অসাম্প্রদায়িক বাংলাদেশের সামনে সবচেয়ে বড় হুমকি এখন ধর্মীয় মৌলবাদ। হেফাজত এখন সরাসরি জামায়াত শিবির দ্বারা পরিচালিত একটি জঙ্গিগোষ্টি।কঠোরভাবে দমন করার জোরালো দাবি আসে এসময় সংক্ষিপ্ত সভা থেকে।

উক্ত মিছিলে সহ সভাপতি তালেব আলি, নোমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মানিক,সম্পাদক মন্ডলীর সদস্য আবু তারেক রনি, শাহরিয়ার হাসান, এম এ হালিম সিকদার মিতু,ফয়সাল সাব্বির, আবদুল আহাদ,এম হাসান আলি,আলবিন নূর নাহিয়ান,শফিকুল আলম পারভেজ,বোরহান উদ্দিন ফরহাদ,শেখ শরফুদ্দিন সৌরভ, শুভ ঘোষ,মমসাদ চৌধুরী রাব্বি, আবুল কালাম আজাদ,মিজানুর রহমান, সালাহ উদ্দিন বাবু,আরাফাত রুবেল,মোশরাফুল হক চৌধুরী পাভেল, শেখর দাশ, ইমরান শাওন,ফয়সাল অভি,ইকবাল হোসেন নয়ন, সরকারি সিটি কলেজ, এম ই এস কলেজ,ইসলামিয়া কলেজ,কমার্স কলেজ,হাজী মোহাম্মদ মহসিন কলেজ, বিভিন্ন থানা ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়