[english_date] | [bangla_day]

লামায় পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা

লামা প্রতিনিধি : করোনাকালে অনাকাংখিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা গ্রহন করি” এই স্লোগানকে সমুন্নত রেখে বান্দরবানে লামা উপজেলা পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ ( ৬-৮ ডিসেম্বর) উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার ০৫ ডিসেম্বর সকালে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভাকক্ষে লামা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম উক্ত সভায় সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম।

আরো সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লামা উপজেলা পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শাহবাজ, সহকারি পঃ পঃ কর্মকতা শামসুন্নাহার লিপি, সি.সাংবাদিক ও মানবাধিকারকর্মী মোঃ কামালুদ্দীন, লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি মোঃ নাজমুল হুদা প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা: মোঃ জাহাঙ্গীর আলম ও সঞ্চলনায় ছিলেন সহকারি পঃ পঃ কর্মকর্তা পার্থ প্রতীম মিত্র।আরো ছিলেন সাংবাদিকগণ,পরিবার পরিকল্পনা অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রাতিষ্ঠানিক ডেলিভারী বৃদ্ধি করে, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি নিশ্চিত করতে হবে। এ জন্য সকলের সচেতনতার প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম বলেন, মাতৃস্বাস্থ্য উন্নয়ন এবং মাতৃ ও শিশুমৃত্যু হ্রাসসহ পরিবার পরিকল্পনা কর্মসূচি জোরদার করার লক্ষ্যে পরিবার পরিকল্পনা পদ্ধতি ও কিশোরীদেরকে বয়স সন্ধিঃকাল থেকে সুষ্ঠু,সবল, স্বাস্থ্যবান, মেধাবী জাতি গঠনে সবাইকে নিরলসভাবে কাজ করার আহবান জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়