চিটাগাং মেইল: এরশাদ সরকার পতন আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনকে সচরাচর শহীদ ডা. মিলন হিসেবে অভিহিত করা হয়। তার মৃত্যুকে মহান আত্মত্যাগ হিসেবে গণ্য করা হয়। আত্নত্যাগের প্রতি সম্মান জানিয়ে ডা: শামসুল আলম খান মিলনের মৃত্যু বার্ষিকীতে তাকে স্মরণ করেছে বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদ।
২৭ নভেস্বর শহীদ ডাঃ সামসুল আলম খানম মিলনের ৩০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাঃ মোহাম্মদ সেলিম এর সভাপতিত্বে এক শোক সভা ও দোয়া মাহফিল নগরীর মির্জাপুল চুন্নমিয়া লেইনে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু চিকিৎসক পরিষদের শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএর ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএর কাযর্নিবাহী কমিটির সদস্য ডাঃ সেলিম, ডাঃ প্রফেসর রেজাউল করিম। অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন ডাঃ সরফরাজ খান, ডাঃ মেজবাহ উদ্দিন, ডাঃ তৌহিদুল আলাম,ডাঃ আবুল কাশেম,ডাঃ ইকবাল হোসেন, ডাঃ শহীদুল ইসলাম, ডাঃ নুরুল আবছার,ডাঃ মাহফুজ, ডাঃ ওসমান গণি,ডাঃ সেকান্দর, ডাঃ মাহবুবর রহমান, ডাঃ মোহাম্মদ তৌহিদুল আলম,ডাঃশেখ সাফকাত আজম,ডাঃ তানজিলা, ডাঃ ফারহানা, শেখ মাকসুদুর রহমান ডাঃ হাবিব, এডভোকেট মাসুদ, ইঞ্জিনিয়ার হাবীব, ডাঃ শেখ সানাজানা আজম, ডাঃ সামিয়া মতিউর রহমান সৌরভ ,মোঃ ইসমাইল চৌধুরী ফয়সাল, নূরে আলমগীর চৌধুরী
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, ডা: শামসুল আলম খান মিলন স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম নেতা। তিনি ছিলেন বিএমএ’র অন্যতম সংগঠক। তার আত্নত্যাগকে সম্মান জানিয়ে তার চেতনাকে ধারণ করে দেশ গঠনে সকলকে ভূমিকা রাখতে হবে। সভার শুরতে ডা: শামসুল আলম খান মিলনকে স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।