এমএসকে ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের উপদেষ্টা ও চসিক ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম বলেন, বিত্তবানদের অসহায় ও দুঃস্থ শীতার্তদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ মাওলানা এম সোলাইমান কাসেমী বলেন, ঠাণ্ডায় কাবু মানুষের উষ্ণ ভালোবাসা দিতে আন্তরিকতার সাথে কাজ করছে এমএসকে ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসকে ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আবু ছৈয়দ,আলহাজ্ব মোহাম্মদ নুরুল আমিন, মোস্তাক আহমদ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশীদ বাপ্পী প্রমুখ। সভায় বক্তারা বলেন, স্ব স্ব অবস্থান থেকে সকলকে গরীব, অসহায় ও দুস্থদের সেবায় এগিয়ে আসতে হবে।প্রেস বিজ্ঞপ্তি