[english_date] | [bangla_day]

কুতুবদিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর যাত্রা শুরু

কুতুবদিয়া প্রতিনিধি : কুতুবদিয়াতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৩৭২তম এজেন্ট ব্যাংকিং (আউটলেট) উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে ২৬ নভেম্বর বৃহস্পতিবার এক উদ্বোধনী অনুষ্ঠান কুতুবদিয়া উপজেলার সদরে বড়ঘোপ বাজারের আদিল শফিং কমপ্লেক্স’র ২তলায় শাখা কার্যালয়ে আউটলেট এজেন্ট ব্যাংকের ফাস্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপক মুহাম্মদ ফয়েজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোহাম্মদ আজম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, ধূরুং ছমদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মওলানা আবু মুছাসহ প্রমুখ।

এসময় মোঃ নুরুল কবিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বড়ঘোপ ইসলামী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ও কুতুবদিয়া শাখার এজেন্ট মোহাম্মদ ওয়াক্কাচ।

বক্তারা নিরবচ্ছিন্ন, পরিচ্ছন্ন ও সহজ ব্যাংকিং পরিসেবা দানের প্রতিশ্রুতি দেন বক্তারা৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়