[english_date] | [bangla_day]

কক্সবাজারে ছুরিকাঘাতে কলেজ ছাত্রের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরি পাড়ায় কথা কাটাকাটির জের ধরে সাবিলুস সালেহীন (১৮) নামের এক কলেজ ছাত্রকে ছুরিকাঘাতে খুন হয়েছে। ২১ নভেম্বর শনিবার দুপুরে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করেছে।

নিহত সাবিলুস সালেহীন কক্সবাজার পলিকেটনিক ইনিস্টিউটের ছাত্র এবং মুহুরি পাড়া নিবাসী হাকিম উল্লাহর ছেলে।

নিহতের ভাই রফিকুস সালেহীন জানান, ওই এলাকায় বসবাসকারি রোহিঙ্গা হোসেনের সাথে কথা কাটা-কাটির জের ধরে ছুরিকাঘাত করা হয়। এতে আহত ভাইকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। তবে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা নিশ্চিত জানা যায় নি।

কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মো সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত হোসেনের বড় ভাই জুবায়ের ও রফিক, ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে। হোসেনকে আটকের চেষ্টা চলছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়