[english_date] | [bangla_day]

ভাস্কর্য নিয়ে মৌলবাদী বক্তব্য; খাগড়াছড়িতে মৎস্যজীবী লীগের প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি : আগুন সন্ত্রাস ও বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য নির্মাণ নিয়ে উগ্র মৌলবাদী গোষ্ঠীর অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২১ নভেম্বর সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে র‍্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এরপর আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি মোঃ ইমরান হোসেন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবেশ বরন ত্রিপুরার সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ জাবেদ পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ ফরিদ-উদ-জামান (স্বাধীন) ও খাগড়াছড়ি জেলা আওয়ামী মৎসজীবী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল জলিল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মৌলবাদ ও নৈরাজ্য হতে বের হয়ে এসে আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শে নিজেদের উজ্জীবিত করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের আহ্বান জানান বক্তারা৷

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়