দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মাস্ক পড়ে বের না হওয়ায় ২৭ জনকে ২হাজার ৯শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার ১৮ নভেম্বর দীঘিনালা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ। এসময় মাস্ক না পড়ায় ২৭ জনকে ২হাজার ৯শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া তাদের প্রত্যেককে কেএন নাইন্টিফাইভ মাক্স বিরতণ করেন ইউএনও।
দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনার পাশাপাশি মাস্ক পড়ে বাইরে বের হওয়ার ব্যপারে সচেতন করেন।