[english_date] | [bangla_day]

চকবাজারের রাস্তা-ফুটপাথে বাজার বসতে পারবে না: খোরশেদ আলম সুজন

নিজস্ব প্রতিবেদক : সরকার কোটি টাকা খরচ করে যান চলাচলের জন্য রাস্তা তৈরী করেছে অথচ কিছু লোক নিজের পকেট ভারী করতে চকবাজারের সামনে রাস্তা ফুটপাথে বাজার-দোকান বসাচ্ছে। এছাড়া বাজারের কিছু দোকানদার তাদের ময়লা আবর্জনা সরাসরি খালে ফেলছে৷ আজকের পর থেকে রাস্তায় কোন বাজার-দোকান বসলে সেই মালামাল জব্দ করে নিলামে বিক্রির নির্দেশ দিয়েছে চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন৷

প্রশাসক মঙ্গলবার ১৭ নভেম্বর নগরীর চকবাজার ধুনিরপোল খাল হইতে ফুলতলা, কে.বি.আমান আলী খালের ময়লা, আর্বজনা, পরিস্কার কার্যক্রম পরিদর্শন কালে এসব কথা বলেন৷ এসময় প্রশাসক আরো বলেন, “নগরীর খাল গুলোতে ময়লা আবর্জনা ফেলা বন্ধ না করলে সেগুলোকে যতোই পরিষ্কার করা হোক না কেন তাতে কোন সুফল আসবে না৷ তাই খালের ভিতরে যে বা যারাই ময়লা আবর্জনা ফেলবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ”

খালের মধ্যে পঁচা পিয়াজ সহ বাজারের বিভিন্ন আবর্জনা দেখে ক্ষোভ প্রকাশ করে সুজন বলেন, জনগনের কাছ থেকে বাড়তি দামে পিয়াজ বিক্রি করতে যারা অবৈধ মজুদ করেছিলো আজ সেই পিয়াজ পঁচে খালে ফেলতে হচ্ছে৷ তিনি করোনার পাশাপাশি ডেঙ্গুর বিষয়ে স্থানীয়দের সতর্ক করে বলেন,”এবার পরিস্কার করে গেলাম, পরিস্কার দায়িত্ব এলাকাবাসী করে দিয়ে গেলাম,সুতরাং যার যার দায়িত্ব সেটি সেই পালন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে দোষারোপ করার কোন অবকাশ থাকবে না৷

এসময় ১৭ নং পশ্চিম বাকলিয়া ওর্যাডের সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম,পিএস টু প্রশাসক আবুল হাশেম,অতিরিক্ত -প্রধান পরিছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম,চকবাজার আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দীন, সহ এলাকার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়