[english_date] | [bangla_day]

নগর সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই: রেজাউল করিম চৌধুরী

চিটাগাং মেইল:  চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মেয়র পদে কাজ করার সুযোগ হলে ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সামাজিক সংগঠন গুলোকে উন্নয়ন পরিকল্পনায় সম্পৃক্ত করে সব এলাকায় সুষম উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করব। আমরা উন্নয়নের বিষ্ময়কর নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী। তিনি নগর উন্নয়নের জন্য আমাকে মেয়র পদে আপনাদের মেন্ডেড আদায় করার জন্য মনোনীত করেছেন। আপনাদের দোয়া, সহযোগিতা, ভোটে বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনার চট্টগ্রাম উন্নয়ন কাজের প্রতিনিধি হিসেবে নগর সেবায় নিজেকে উজাড় করে দিতে চাই।

মঙ্গলবার ১৭ নভেম্বর বিকালে নগরীর উত্তর পাহাড়তলী আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের এরশাদ মামুন, জাহাঙ্গীর আলম, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি, সাধারন সম্পাদক, আবদুল আলী নগর সমাজ উন্নয়ন পরিষদের মুরুব্বিগন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়