[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে আগুনে পুড়লো ৫ দোকান

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের ভাটিয়ারি ইউনিয়নের বিএমএ গেট এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ৫টি দোকান পুড়ে গেছে। এতে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) পৌনে ১টার দিকে ভাটিয়ারি সি গোল্ড ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ছুটে যান কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা। তারা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের সঙ্গে যোগ দেন নৌবাহিনীর ফায়ার সার্ভিসের একটি ইউনিটও।

দোকানগুলোতে স্ক্র্যাপ জাহাজের লোহা ও কেবল (তার) বিক্রি করা হতো বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ।তিনি বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ‍সৃষ্ট আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়