[english_date] | [bangla_day]

ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি মানুষে কাছে তুলে ধরতে হবে : রেজাউল করিম চৌধুরী

চিটাগাং মেইল: আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটির ধারাবাহিক মতবিনিময় সভায় অংশ হিসেবে মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী ২৭ নং দক্ষিন আগ্রাবাদ ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ১৫ নভেম্বর রবিবার স্থানীয় আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আওয়ামী লীগ গণমানুষের দল আর নৌকা বীর বাঙ্গালী জাতির গৌরবময় বিজয়ের প্রতীক, উন্নয়ন ও অগ্রগতির প্রতীক। আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন মনোনয়ন বোর্ড আমাকে চট্টগ্রাম সিটি মেয়র পদে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। জনগণকে সঙ্গে নিয়ে নৌকার বিজয় ও চট্টগ্রাম এর কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করতে হবে। এ বিজয় অর্জন করতে নির্বাচনী কেন্দ্র কমিটিকে শক্ত ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, যে কোনো ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এখন থেকেই আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীদের ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি মানুষে কাছে তুলে ধরতে হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর।

আজিজ মোল্লার সভাপতিত্বে ও আবদুল্লাহ আল ইব্রাহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাসুদ করিম, সহিদুল আলম বাবুল, আবদুর রব, মাসুদ পারভেজ, মো. সেলিম, আবদুর রহমান, জাফর আহম্মদ, শরিফুর রহমান রিয়াজ, আবদুল্লাহ আল জোবায়ের, আবদুল মজিদ চান্দু, ২৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী জাহিদা বেগম পপি, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ, ২৭ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আফরোজা কালাম, ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হক ডিউক, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, প্রবীন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মো. হারেছসহ বিভিন্ন ওয়ার্ডের কেন্দ্র কমিটির নেতৃবৃন্দ ।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়