বোয়ালখালী প্রতিনিধি: উপজেলার ০৯নং আমুচিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ড জামাই পাড়া রাস্তার মাথা বদর শাহ মাজার এলাকা থেকে ৪০০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ মোঃ আনোয়ার হোসেন প্রকাশ হোসেন (৩৬) ও হাবিব রহমান (২৬) কে গ্রেপ্তার করেছে বোয়ালখালী থানা পুলিশ।
১৪ নভেম্বর শনিবার এস.আই নেছার এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন আহলা-করলডেঙ্গা ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের মধ্যম করলডেঙ্গার আহমদ নবীর ছেলে ও হাবিব রহমান আহলা সাদার পাড়া (মাস্টার বাড়ী), ০৭ নং ওয়ার্ডের খায়ের আহমদের ছেলে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালাতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম।