[english_date] | [bangla_day]

চট্টগ্রাম হালিশহরে পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগার উদ্বোধন করলেন আইজিপি

চিটাগাং মেইল : চট্টগ্রাম নগরীর থানাধীন উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি ও মনসুরাবাদ পুলিশ লাইন্সের অস্ত্রাগার উদ্ধোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজপি) ড. বেনজীর আহমেদ।
শুক্রবার( ১৩ নভেম্বর) তিনি স্থাপনা দু’টির উদ্বোধন করেন।

নবনির্মিত এই পুলিশ ফাঁড়ি উদ্ধোধনের ফলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশিং সেবা প্রাপ্তি আরও সহজতর ও গতিশীল হবে বলে আইজিপি আশা প্রকাশ করেন।

ফাঁড়ি উদ্ধোধন শেষে আইজিপি মনসুরাবাদ পুলিশ লাইন্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করেন এবং একটি বৃক্ষ রোপন করেন।

এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়