[english_date] | [bangla_day]

সীতাকুণ্ডে জিপি এইচ ইস্পাত কারখানায় ১ শ্রমিকের মৃত্যু, গুরুতর আহত ১

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার জিপি এইচ ইস্পাত রড কারখানায় মোস্তফা (৩৫) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ নভেম্বর (২০২০)শুক্রবার সকাল আটটার সময় বাঁশবাড়িয়ায় অবস্থিত জিপি এইচ ইস্পাত রড তৈরির কারখানায় মেইনটেনেন্সের কাজ করার সময় প্যাডেলের ঢাকনার সঙ্গে ধাক্কা লেগে দুই শ্রমিক আহত হয়।

শ্রমিকরা গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু ঘটে। মোঃ রাশেদ (২৫) নামে অপর এক শ্রমিক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

নিহত শ্রমিকের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপু্র উপজেলার বার শিকুরা গ্রামের বাসিন্দা মো. জসিম উদ্দিনের পুত্র মোঃ মোস্তফা (৩৫)।আহত শ্রমিকের বাড়ি উপজেলার কুমিরা ইউনিয়নের হিঙ্গুলী পাড়া গ্রামের বাসিন্দা মো. গনি মুক্তার বাড়ির মোঃ তাজুল ইসলামের পুত্র মোঃ রাশেদ (২৫)।

বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আলাউদ্দিন।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়