[english_date] | [bangla_day]

বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশনের জাতীয় চার নেতার স্মরণে আলোচনা সভা

চিটাগাং মেইল : রবিবার ৮ নভেম্বর বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে সংগঠনের চেরাগি পাহাড়, কদম মোবারক এতিম খানা ভবনের অস্থায়ী কার্যালয়ে, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মম ভাবে হত্যা করা,বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর,জাতীয় চার নেতার স্মরণে জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্টানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লায়ন এস বি জীবন, নুরুল আবছার, জামাল উদ্দিন, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আবু নাছের জুয়েল, প্রকৌশলী অংকন বল, এ এম দস্তগীর, আনিসুর রহমান, মোঃ জয়নাল আবেদিন, মোঃ আলী নূর মানিক, এস বি দেব লিটন প্রমূখ।

বক্তারা বলেন, ক্ষমতার লালসায় আদর্শ ত্যাগ না করে বঙ্গবন্ধুর আদর্শে অনড় থেকে নিজেদের প্রান উৎসর্গ করা জাতির শ্রেষ্ঠ সন্তান অন্যায়ের সাথে অনাপোষহীন জাতীয় চার নেতার আদর্শ ও নীতি অনুসরণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হান্নান এর সভাপতিত্বে এবং সাংবাদিক এস কে সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য সনজিত চৌধুরী পুলক,ছাগের আহাম্মদ, সত্যজিৎ ঘোষ মিটু,মাহবুবুর রহমান ফয়সাল, সাংবাদিক কংকন দাশ,আজমিরা বেগম, মোঃ বাবর হোসেন,মুন্না সেন, বাবলা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আদর্শ ও চেতনার বাস্তবায়নে সাংগঠনিক ভিত্তি মুজবুত করে সকলে সম্মিলিত ভাবে জাতীয় উন্নয়নে কাজ করার জন্য অনুরোধ করেন। তিনি বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতের আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়