[english_date] | [bangla_day]

নগরীর মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ফ্রিজ ভর্তি বাসি খাবার

চিটাগাং মেইল : নগরীর মোমিন রোডস্থ মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টের ফ্রিজে মিলল রান্না করা বাসি ভাত, ডাল, মাংস ও নুডলস। সেইসাথে কয়েক দিন আগে বানানো মেয়াদহীন বোরহানি। বাহারি রেস্টুরেন্টের আড়ালে এই বাসি খাবারগুলো গরম করে গ্রাহকের পাতে তুলে দিচ্ছে আর হাতিয়ে নিচ্ছে টাকা। আর তাতেই রসনার তৃপ্তি মিটাচ্ছে ভোজন রসিক নগরবাসী।

জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করে।

রবিবার ৮ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর চেরাগী পাহাড় মোড় ও তদসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী জানান, আজকের অভিযানে মোমিন রোডস্থ মোগল বিরিয়ানি এন্ড চাইনিজ রেস্টুরেন্টে ফ্রিজে রান্না করা বাসি ভাত, ডাল, মাংস ও নুডলস পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টের আরেকটি ফ্রিজে কয়েক দিন আগে বানানো মেয়াদহীন বোরহানি পাওয়া যায়। যেগুলো গ্রাহকদের কাছে বিক্রি করার জন্য সংরক্ষণ করে রেখেছিল। এসব অপরাধে রেস্টুরেন্টটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশ হাজার টাকা জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়।

তিনি আরও জানান, এছাড়া শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে রেস্টুরেন্টে আগত অতিথি ও কর্মচারীদের সচেতন করা হয়।

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নির্দেশনা মোতাবেক চট্টগ্রাম মহানগরীতে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়