ডেক্স রিপোর্টঃ
সাইফুল আলম লিমন কে গ্রেফতারের নিন্দা ও মুক্তির দাবি জানিয়েছে, বাকলিয়া সরকারি কলেজ ছাত্র সংসদ ও বাংলাদেশ ছাত্রলীগ বাকলিয়া সরকারি কলেজ শাখা।
এই উদ্দেশ্যে বাংলাদেশ ছাত্রলীগ বাকলিয়া সরকারি কলেজ শাখার সভাপতি ফাহিম জিয়া,সহ সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন ও কলেজ ছাত্র সংসদের ভিপি এস এম ইনজামাম আকিব, জি এস আব্দুর রাজ্জাক শুভ, সহ-সভাপতি রিদওয়ানুল হক জামি সহ ৩১ জন বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে প্রদান করা হয়।
লিমনের গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি সূত্রে বলা হয়, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মেধাবী ছাত্র, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহ-সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সংগঠক সাইফুল আলম লিমন কে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ও গ্রেফতার করা হয়েছে তাই এর তীব্র নিন্দা ও তার মুক্তির দাবি জানানো হয়েছে।
এতে আরো বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাত-শিবির বিরোধী আন্দোলনের অন্যতম নেতা সাইফুল আলম লিমন কে ০৫.১১.২০২০ তারিখ মধ্যরাতে তার নিজ বাসা থেকে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করে। পূর্বের কোন মামলা ও বিনা ওয়ারেন্টে ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অস্ত্র মামলা দিয়ে গ্রেফতার দেখায়। বাংলাদেশ ছাত্রলীগ, বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদ এই ষড়যন্ত্রের ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। পাশাপাশি, সাইফুল আলম লিমনের নিঃশর্ত মুক্তির দাবি করি।”
বিবৃতি প্রদান কারী ছাত্র নেতারা হলেন, ফাহিম জিয়া, এম এম মোহাইমিনুন,এ.এম ইনজামাম আকিব,আব্দুর রাজ্জাক শুভ,টিপু দত্ত,সৈকত বড়ুয়া,জোহাদ বিন সাবিদ, শাহাদাত হোসেন হৃদয়,রিদওয়ানুল হক জামি,মুশফিকুর রহমান সানজীব,ইন্তেখাব সায়েম,রহমান আলি রিপন
তন্ময় চক্রবর্তী, রাফিউল ইসলাম মাশফি, আসিফুল ইসলাম, আসাদুজ্জামান আহাদ,হারুণুর রশীদ মুন্না
মাহির আবরার সাজিদ , মুহাম্মদ তৌহিদ, জুবাইল হোসেন আসিফ,সাইদুল ইসলাম,ইমাম হোসেন,আশেক আশরাফুল,সৈয়দ ফরিদুল ইসলাম মাহী,মুহাম্মদ রিয়াজ,মুহাম্মদ মোর্শ্বেদ,শাহাদাত হোসেন রকিব,হাফেজ মুহাম্মদ তানভীর,ইমতিয়াজ উদ্দিন অনি,মিনহাজুল আবেদীন নান্নু, তৌহিদুল,ইসলাম হৃদয়
এ বিষয়ে ফাহিম জিয়াকে ফোন করলে, তিনি জানান তার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিটি সত্য। তিনি এবং তার সহযোদ্ধারা লিমনের সাথে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানায়। তিনি দাবি করেন, সাবেক ছাত্রনেতা সাইফুল আলম লিমন ষড়যন্ত্রের স্বীকার।