পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-পটিয়া পৌর ৭ নং ওয়ার্ডের আবদুর রহিম সও:,জব্বার সও:,গরীবুল্লাহ্ কাজীর ও চাঁন মিয়া সও: এর বাড়ীর অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন উক্ত ওয়ার্ডের অাসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী তরুন সমাজ সেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল ইসলাম। তিনি বলেন অাসন্ন তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট পাবে তাই মানবিকতার টানে শীতের আগমনী বার্তার শুরুতেই
শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে অসহায় দরিদ্র-বৃদ্ধ নারী পুরুষকে শীতের কম্বল বিতরণ করছি। যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাড়াতে হবে, তাই জনকল্যাণমূলক কাজের সাথে নিজেকে অারো বেশি সংপৃক্ত রাখার লক্ষ্যে নির্বাচনে অংশ নিবো, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, শীতার্তদের শীত বস্ত্র বিতরণ অব্যাহত থাকবে৷এ সময় উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মাহাবুবুল আলম, মো: আমিন প্রমুখ।