[english_date] | [bangla_day]

চট্টগ্রামের দুই রুটে রোববার দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট

চিটাগাং মেইল : দুই ঘণ্টার পরিবহন ধর্মঘট এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটি।০৪ দফা দাবিতে রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ধর্মঘট পালন করবে বলে জানা গেছে।

কমিটির ৪ দফা দাবি হচ্ছে- বহদ্দারহাট বাস টার্মিনাল সংস্কার, টর্মিনাল সংযোগ সড়ক অবৈধ দখলমুক্ত করা, শাহ আমানত সেতু এলাকায় মিনি টার্মিনাল নির্মাণ এবং সড়কে অবৈধ গাড়ির চলাচল বন্ধ করা।

শনিবার (৭ নভেম্বর)বহদ্দারহাট আঞ্চলিক বাস টার্মিনাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইউনুছ এই কর্মসূচি ঘোষণা করেন। মোহাম্মদ ইউনুছ জানান, ৪ দফা দাবিতে রোববার বিকেল ৩টা থেকে আমরা টার্মিনাল এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করবো। মানববন্ধন কর্মসূচির পাশাপাশি বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে কোনো পরিবহন ছাড়বে না। তবে এই সময়ের আগে বা পরে যেসব পরিবহন চট্টগ্রাম, বান্দরবান এবং কক্সবাজার বাস টার্মিনাল থেকে ছাড়বে তা নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়