[english_date] | [bangla_day]

করোনামুক্ত হলেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

চিটাগাং মেইল: স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী,আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস মোহাম্মদ নুর খান। এর আগে বৃহস্পতিবার ৪র্থবারের মতো তার নমুনা নেয় সিএমএইচ কর্তৃপক্ষ।

মোহাম্মদ নুর খান জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি সহসা হাসপাতাল ত্যাগ করে নির্দিষ্ট দিন পর্যন্ত কোয়ারেন্টিনে থাকবেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, গত ৭ অক্টোবর শরীরে জ্বর অনুভব করলে করোনা পরীক্ষার জন্য চট্টগ্রাম বিআইটিআইডিতে নমুনা দেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরীক্ষায় করোনা পজিটিভ আসলে ওইদিনই তাকে পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়