আনোয়ারায় দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন
আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে ভরাশঙ্খ খালে নির্মিত দেশের প্রথম হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই হাইড্রোলিক এলিভেটর ড্যামের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী মোঃ আব্দুর রাজ্জাক এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিএডিসি’র চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন কৃষি সচিব নাসিরুজ্জামান ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ড্যাম প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিএডিসির সদস্য পরিচালক ( ক্ষুদ্রসেচ) মোঃ আরিফ, বিএডিসির প্রধান প্রকৌশলী জিয়াউল হক ও লুৎফার রহমান, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ , জেলা পরিষদ সদস্য বেগম রেহানা ফেরদৌস, দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি আতিকুল ইসলাম আতিক , উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান, সাধারণ সম্পাদক আবদুল মালেক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসীম উদ্দিন, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন, বারখাইন ইউনিয়নের চেয়ারম্যান হাসনাইন জলিল সাকিল, বারশত ইউনিয়নের চেয়ারম্যান কাইয়ুম শাহ , আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব , দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।