মহেশখালী পৌরসভার চরপাড়ায় মুজিব কিল্লা নির্মান কাজের শুভ উদ্বোধন
মহেশখালী প্রতিনিধিঃ
মহেশখালী পৌরসভার চরপাড়া এলাকায় একটি নতুন মুজিব কিল্লা নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
১০অক্টোবর দুপুর ১২ টায় মুজিব কিল্লা নির্মান কাজের উদ্বোধন করেন,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দ্বিপ উপজেলার দূর্যোগ কবলিত জনসাধারণ ও তাদের পরিবারের জীবন রক্ষা এবং মূল্যবান দ্রব্য- সামগ্রী নিরাপদে সংরক্ষণ, দূর্যোগে আক্রান্ত গৃহপালিত প্রাণীদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, স্বাভাবিক সময়ে বহুমুখী ব্যবহারের লক্ষ্যে এ মুজিব কিল্লাটি ব্যবহার করা হবে।
প্রায় ৩ একর জমির উপর ২ কোটি ৩৪ লক্ষ ৫৬ হাজার ৪ শত ৬৩ টাকা খরচে ২৮০ ফুট দৈর্ঘ্য, ১৮০ ফুট প্রস্থ মুজিব কিল্লাটির নির্মান করা হবে। ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করবেন মেসার্স এইচ.এম কনষ্ট্রাশন। ২০২১ সালের ফেব্রুয়ারী মাসে কিল্লা নির্মানের কাজ শেষ হবে বলে জানান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শরীফ বাদশা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাফুজুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, মুজিব কিল্লা প্রকল্পের এসএই মোঃ সোহেল রানা, পিআইও অফিসের এসএই মোঃ জামাল হোসেন, উপজেলা যুবলীগের অাহবায়ক অালহাজ্ব সাজেদুল করিম,যুগ্ন সম্পাদক এডভোকেট শেখ কামাল,উপজেলা শ্রমিকলীগের সভাপতি অাব্দুশুক্কুর,সাধারন সম্পাদক সরওয়ার কামাল,উপজেলা ছাত্রলীগের যুগ্ন অাহবায়ক হালিমুর রশিদ,পৌর অাওয়ামীলীগ নেতা প্রনব কুমার দে,কৃষকলীগ নেতা মোবারক হোসেন বারেক, অাওয়ামীলীগ নেতা জাফর অালম এবং স্থানীয় সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশণ: মহেশখালী পৌরসভার চরপাড়ায় মুজিব কিল্লা নির্মান কাজের শুভ উদ্বোধন