চট্টগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হলে, ফারুক ইসলাম!
বোয়ালখালী প্রতিনিধিঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পদক উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা ব্যক্তি পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী উপজেলার দক্ষিণ কড়লডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ফারুক ইসলাম।
এ ছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে ঝড়ে পড়া হার উল্লেখ্যযোগ্য কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয় কাট্যাগরিতে শাকপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে নির্বাচিত করা হয় বলে এক অফিস আদেশে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন সুলতানা।
ফারুক ইসলাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওযায় অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাব বোয়ালখালী, পরিবেশ সংরক্ষণ কমিটি বোয়ালখালী, ভোরের আলো,
বৌদ্ধ বার্তা পত্রিকার পরিচালক ইলা বড়–য়া,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি বোযালখালী শাখা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি বোযালখালী শাখা,
বোয়ালখালী বয়েস ক্লাব, জাগো বোয়ালখালী, আমরা ধুমপান নিবারণ করি (আধূনিক), বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।