[english_date] | [bangla_day]

ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে কন্ঠশিল্পী জনি নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁহ-ঈদগড় সড়কে ডাকাতের গুলিতে প্রাণ হারালো আঞ্চলিক গানের জনপ্রিয় শিল্পী জনি দে। বৃহষ্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮ টায় ওই সড়কের ঈদগাঁহ পাত্তারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি দে (১৮) রামুর ঈদগড় ইউনিয়নের চরপাড়া (নতুনপাড়া) এলাকার তপন দে’র ছেলে।

জানা গেছে, আগের রাতে একটি অনুষ্ঠানে গান পরিবেশন করে সকালে বাড়ি ফিরছিলেন জনি দে।

পথিমধ্যে ডাকাতরা তাকে বহনকারী সিএনজি গাড়ি থামানোর চেষ্টা করে। গাড়িটি দ্রুত বেগে চালালে ডাকাতদল গাড়িটি লক্ষ্য করে গুলি চালায়। এতে জনি দে গুলিবিদ্ধ হন।

মুমূর্ষু অবস্থায় তাকে ঈদগাঁহ এলাকায় বেসরকারি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

জনি দে এবারের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবরে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য আবদুল হালিম নিহতের সত্যতা নিশ্চিত করে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানান।

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn

সর্বশেষ খবর

পাঠক প্রিয়